খাদান’ ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ রয়েছে। এই ছবিরই ‘হায় রে বিয়ে’ গানটি মুক্তি পাচ্ছে শুক্রবার দুপুর দু’টোয়। তার আগে ‘এই সময় প্রাইম’–এ থাকল সেই গানের ঝলক। একই সঙ্গে বরখাকে প্রশ্ন করা হল রিইউনিয়ন কেমন লাগছে? জবাবে বরখা বলছেন, ‘১৪ বছর পর আবার একসঙ্গে কাজ করলাম আমরা। দেবের সঙ্গে ডান্স করতে সব সময়ে ভালোলাগে। আমাদের এনার্জি ম্যাচ করে। অনস্ক্রিন কেমিস্ট্রিও দারুণ। গানটার শুটিং–এর সময়ে খুব মজা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।এই গানটিতে দেখা যাবে যীশু সেনগুপ্ত এবং বরখা ও দেবকে।
এই গানে বাঙালি বিয়ের প্যাশনটা এখানে তুলে ধরা হয়েছে।একই সুর শোনা গেল পরিচালক সুজিত দত্তর গলায় ‘‘হায় রে বিয়ে।” নীলায়ন চট্টোপাধ্যায় খুব ভালো মিউজ়িক দিয়েছেন। অভিজিৎ ভট্টাচার্য, জুন বন্দ্যোপাধ্যায়, সুদীপ নন্দী—দারুণ গেয়েছেন গানটা। দেব–যিশু–বরখাকে একসঙ্গে খুব ভালো লেগেছে’, বলছেন তিনি।