৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

১৪ টি প্রশ্ন তুলে ঘাসফুল শিবিরের দাবি, ‘উত্তর দিন মৌনমোদী’

High News Digital Desk:

পহেলগামের সেই নারকীয় হত্যাকাণ্ডের দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও অধরা মূলচক্রীরা। পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এখনও কাশ্মীরের দুর্গম জঙ্গল এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। হামলার ১৪ দিনে ‘মৌনমোদী’র কাছে ১৪ দফা প্রশ্ন তুলে ধরল রাজ্যের শাসকদল তৃণমূল।

ধরা পড়তে পড়তে যেন হাত থেকে ফসকে যাচ্ছে। কেন এখনও অধরা জঙ্গিরা? এই প্রশ্নে মোদী সরকারকে বারবার বিদ্ধ করেছেন বিরোধীরা। এবার পহেলগাম-কাণ্ডে সামাজিক মাধ্যমে পোস্ট করে জঙ্গি হামলায়, স্বজনহারা পরিবার, দেশের নিরাপত্তা নিয়ে একে একে ১৪ টি প্রশ্ন তোলা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সেইসঙ্গে কটাক্ষ করে দাবি, ‘উত্তর দিন মৌনমোদী।’

তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, পহেলগামে নৃশংস হামলার ১৪ দিন, অবিচারের ৩৩০ ঘণ্টা পার, তবু কেন সব জঙ্গি এখনও ধরা পড়ল না? তদন্তের অগ্রগতি কী? কেন আগাম ইঙ্গিত সত্ত্বেও এত বড় হামলা এড়ানো গেল না? কেন নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ না করে প্রধানমন্ত্রী বিহারের নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন? এই মুহূর্তে দেশের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র?

এমন হাজারো প্রশ্নের মাঝে রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি জিজ্ঞাসাও। সীমান্ত সুরক্ষার কাজ করতে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে ‘বন্দি’ বাংলার জওয়ান পি কে সাউকে কবে দেশে ফেরানো হবে?

আসলে পি কে সাউকে নিয়েও কেন্দ্র বা বিদেশমন্ত্রক অথবা সেনাবাহিনী – কারও তরফেও এখনও কোনও বক্তব্য মেলেনি। তাই তাঁকে নিয়ে চিন্তা বাড়ছে। এই অবস্থায় সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই প্রশ্ন তুলল রাজ্যের শাসকদল।

Scroll to Top