৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

১২ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার মনরেগা বিপিও

High News Digital Desk:

ঝাড়খণ্ডের গড়ওয়া জেলার রমনা প্রখণ্ডের মনরেগা বিপিও প্রভু কুমার ১২ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। তাকে গ্রেফতার করেছে পালামু বিভাগীয় এসিবির দল। জানা গেছে, একটি ইউটিলাইজেশন সার্টিফিকেটে স্বাক্ষরের জন্য বিপিও ঘুষ দাবি করেছিল। অভিযোগের ভিত্তিতে এসিবির দল ফাঁদ পেতে তাকে হাতেনাতে ধরে ফেলে।

পালামুর অ্যান্টি করাপশন ব্যুরোর পুলিশ সুপার বলেন, ইউটিলিটি সার্টিফিকেটে স্বাক্ষর করার জন্য বিপিও-র সঙ্গে দেখা করেন এক আবেদনকারী। তখন বিপিও ১২ হাজার টাকা টাকা ঘুষ দাবি করেন। আবেদনকারী ঘুষ দিতে চাননি। এ বিষয়ে তিনি পালামুর এসিবি কার্যালয়ে অভিযোগ করেন ওই আবেদনকারী। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্তকারী দল গঠন করা হয় এবং আবেদনকারীকে ১২ হাজার টাকা দিয়ে তদন্তকারী দলের সঙ্গে সেই অফিসে পাঠানো হয়েছিল। বিপিও ১২ হাজার টাকা ঘুষ নেওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়।

Scroll to Top