২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন ১২টি রাজ্যে ভোটার তালিকার SIR শুরু করেছে। এর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে চালু করেছে ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোটা দেশে একমাত্র দল হিসেবে এত বিস্তৃত ও সংগঠিত ভোটার সহায়তা অভিযান শুরু করেছে।
এই কর্মসূচির আওতায় রাজ্যের প্রতিটি ওয়ার্ড ও আঞ্চলিক স্তরে ৫,০০০-র বেশি ভোটার সহায়তা ক্যাম্প স্থাপন করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম ও নতুন ভোটারদের জন্য ফর্ম ৬ পূরণে সহায়তা করছেন। এই ‘ডোর টু ডোর’ প্রচার ডিজিটালি ট্র্যাক করা হচ্ছে ‘দিদির দূত’ অ্যাপের মাধ্যমে। প্রতিটি ক্যাম্পে পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র সংক্রান্ত দিশানির্দেশ, ভুল বা বাদ পড়া নামের অভিযোগ গ্রহণের জন্য গ্রিভান্স ডেস্ক, এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ ও দাবি-আপত্তির সময়সীমা সংক্রান্ত নিয়মিত আপডেট প্রদান করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য—শতভাগ এনুমারেশন কাভারেজ নিশ্চিত করা এবং SIR চলাকালীন বৈধ ভোটারদের নাম ভুলভাবে বাদ পড়া রোধ করা।
এই ভোটার সহায়তা ক্যাম্পের পাশাপাশি, জেলাজুড়ে ‘বাংলার ভোট রক্ষা শিবির’ নামে স্বাস্থ্য শিবিরও সংগঠিত করা হচ্ছে।









