৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

১২০ ছাড়াল পদপিষ্ট হয়ে মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত দাবি

High News Digital Desk:

হাথরাসে (Hathras) পদপিষ্ট হয়ে মৃত্যর ঘটনায় সুপ্রিম কোর্টে মামলার আবেদন| শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত দাবি করা হল আবেদনে| সুপ্রিম কোর্টে পিটিশনটি দাখিল করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি (Vishal Tiwari)| তাঁর পিটিশনে যোগী সরকারের থেকে রিপোর্ট তলবের কথাও উল্লেখ করা হয়েছে| ঘটনায় গাফিলতির অভিযোগে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তাও জানতে চাওয়া হয়েছে শীর্ষ আদালতে দাখিলকৃত পিটিশনে|
এর আগে, কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি (Pramod Tiwari) হাথরাসের দুর্ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তলেছিলেন| পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এই নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনার অনুরোধও করতে চান বলে জানিয়েছিলেন তিনি|
মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সত্সঙ্গ উপলক্ষে বিপুল জমায়েত হয়| শেষপর‌্যন্ত ভোলে বাবার পদধূলি সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়ির জেরে অদূরবর্তী নর্দমায় পড়ে যান অনেকে| পরিণামে, পদপিষ্ট হয়ে মৃত্যর সংখ্যা এখনও পর‌্যন্ত ১২০ ছাড়িয়েছে| ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এই নিয়ে সত্সঙ্গের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে| এফআইআরে উল্লেখ, আয়োজকরা ৮০ হাজার মানুষ জড়ো হওয়ার অনুমোদন নিয়েছিলেন পুলিশ প্রশাসনের থেকে| বাস্তবে বিভিন্ন জেলা থেকে আড়াই লাখ ভক্তের সমাগম হয় বলে জানা যাচ্ছে| কিন্তু প্রশ্ন উঠছে, এফআইআরে আয়োজকদের নাম থাকলেও, যাঁকে ঘিরে এত কাণ্ড, সেই ভোলে বাবার নাম নেই কেন?

Scroll to Top