কলকাতা : আরজি করে ভাঙচুরের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার থেকে আরজি করে মোতায়েন হল সিআইএসএফ। বুধবার বাহিনীর পক্ষ থেকে হাসপাতাল ও পুলিশের সঙ্গে বৈঠক করা হয়। তারপরই এদিন সিআইএসএফ ঘিরে ফেলল গোটা হাসপাতাল। ১৪ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়। চিকিৎসক থেকে নার্স ও কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। এবার দেশের শীর্ষ আদালতের নির্দেশে নিরাপত্তা দিতে হাসপাতালে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী।
বৈঠক করে রূপরেখা তৈরির পরই হাসপাতালের প্রশাসনিক ভবন, ইমার্জেন্সি বিভাগ, ট্রমা কেয়ার, ওপিডি সহ বিভিন্ন বিভাগে মোতায়েন করা হল সিআইএসএফ। সব কটি হোস্টেলেও থাকবে বাহিনী।
ওপিডিতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সিআইএসএফ। হাসপাতালের মূল গেটের সংখ্যা ৩টি। ওই ৩ গেটেও সর্বক্ষণ থাকছে বাহিনী। হাসপাতল চত্বরে রাখা হচ্ছে মেটাল ডিটেক্টর। সর্বক্ষণ হাসপাতাল চত্বরে ঘুরবে কিউআরটি (QRT – Quick Response Team)।
হাসপাতালের সব সম্পত্তি ও গোটা সীমানায় নজর রাখবে সিআইএসএফ। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমে বসেই সমন্বয় রেখে কাজ পরিচালনা করবে তারা। বাহিনীকে পরিচালনার জন্য থাকছে ২ জন এসিপি পদমর্যাদার অফিসার। বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনিক ভবন সহ গোটা হাসপাতাল চত্বরে মোতায়ন হয়েছে সিআইএসএফ। নিরাপত্তা সুনিশ্চিত করতে চলছে বাহিনীর নজরদারি।