আসন্ন হোলি উৎসবের আগে ঝাড়খণ্ডের অন্তর্গত রামগড়ের বিভিন্ন এলাকায় অবৈধ মদের দোকানে অভিযান চালানো হয়। রামগড় থানার অন্তর্গত কৈথা, হুহুয়া, বাজার কমিটি, গোলপার সহ অন্যান্য এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ১.৮ লিটার অবৈধ বিদেশি মদ ও ১০০ লিটার মহুয়ার মদ উদ্ধার করা হয়। সুমিত কুমারকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হুহুয়া এলাকার রাজন সাও, গোলপার এলাকার ছোটু মালি ও মনোজ যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।