২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

হেডিংলি টেস্ট: জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান, ভারতের চাই ১০ উইকেট

High News Digital Desk:

রাহুল-পন্থের সেঞ্চুরির পর প্রথম ইনিংসের মতো ভারতের আবার ব্যাটিং ধস। শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় থাকল হেডিংলি টেস্ট। জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫০ রান, ভারতের চাই ১০ উইকেট। দিনের শেষে ইংল্যান্ড করেছে বিনা উইকেটে ২১ রান।

লিডসে চতুর্থ দিন রাহুল(১৩৭) ও পন্থের (১১৮) সেঞ্চুরি এবং দুইশর কাছাকাছি জুটিতে একপর্যায়ে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩৩৩। কিন্তু ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৩৬৪ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৩০ থেকে ভারত শেষ ৭ উইকেট হারিয়েছিল ৪১ রানে।

রাভিন্দ্রা জাদেজা (৪০ বলে ২৫*) একপ্রান্ত ধরে রাখলেও আসা-যাওয়ার মিছিলে যোগ দেন অন্যরা। শেষ তিন ব্যাটসম্যানই ফিরেছেন শূন্য রানে।

প্রথম ইনিংসে ৪টির পর এবার ৩টি উইকেট নেন পেসার জশ টং।

পরিসংখ্যান বলছে,এর আগে ৫৯ ম্যাচে প্রতিপক্ষকে সাড়ে তিনশর বেশি রানের লক্ষ্য দিয়ে ভারত হেরেছে মাত্র একবারই। আর সেটি ইংল্যান্ডের বিপক্ষেই ২০২২ সালে এজবাস্টনে। সেই ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা।

Scroll to Top