৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

হুড়মুড় করে ভেঙে পড়লে কী হবে?

High News Digital Desk:

৪০০টি বাড়িকে হাওড়া পুরসভা বিপজ্জনক বলে ঘোষণা করেছে আগেই| বাড়িওয়ালারা চাইছেন সংস্কার, প্রয়োজনে আমূল নির্মাণ| কিন্তু ভাড়াটিয়াদের একাংশ বেঁকে বসায় ঘোর সঙ্কটে জনজীবন|
জিটি রোডের ধারে শতবর্ষের এই পুরোনো বাড়িগুলি এখন ঘুম কেড়েছে হাওড়াবাসীর| বট অশ্বত্থ অনেক দিন আগেই বাসা বেঁধেছে বাড়িগুলিতে| চন-সুরকি খসে বেরিয়ে পড়েছে পুরোনো ইট| দেখা দিয়েছে লোহার শিক| নোনা ধরা স্যাঁতস্যাঁতে দেওয়াল| এমন পরিবেশে এখনও বাস করেন কয়েক শ পরিবার| হাওড়া পুরসভার এসব বাড়ির দেওয়ালে বিপজ্জনক বাড়ির নোটিস ঝোলানো হয়েছে| কিন্তু অনেকেই তোয়াক্কা না করে বাড়িগুলিতে থাকছেন ঝুঁকি নিয়ে| বাড়িওয়ালারা পুনবর্যবহারের উপযোগী সংস্কার করে বাড়িগুলি ভাড়াটেদের কাছে বিক্রি করতে চাইছেন| চাইছেন ভাড়া দিতেও| তবে তাতে কর্ণপাত করছেন না ভাড়াটিয়াদের একাংশ|
অনেকেই আবার বাড়িওয়ালার প্রস্তাব মেনে অন্যত্র সরে গিয়েছেন| কিন্তু একই বিল্ডিংয়ের অপর ভাড়াটিয়ারা সংস্কারের জন্য বাড়ি খালি করতে নারাজ| ফলে মেরামতির জন্য আশ্রয় ছেড়েও বেজায় সমস্যায় কেউ কেউ| সমস্যার সুরাহা করতে আইনি পথে চলার কথা ভাবছেন পুরসভার আধিকারিকরা|
সাম্প্রতিক অতীতে কলকাতায় বাড়ি ভেঙে মৃত্যর ঘটনা আতঙ্ক ছড়িয়েছিল নাগরিক সমাজে| হাওড়াতেও তার পুনরাবৃত্তি যাতে না হয়, সেব্যাপারে সতর্ক হাওড়া ও বালি পুরসভা|

Scroll to Top