মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম ছিল, মাত্র ২.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার সকাল ৫.৪১ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের চম্বায় ২.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩২.৭৯ অক্ষাংশ ও ৭৬.২০ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরতায়। জম্মু ও কাশ্মীরের পহেলগাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে, পঞ্জাবের জলন্ধর থেকে ১৭৩ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে এবং জম্মু ও কাশ্মীরের রাজৌরি থেকে ১৮৭ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।