হিমাচল প্রদেশে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। রাজ্যের বেশিরভাগ স্থানে ঘন মেঘ, কিছু এলাকায় বৃষ্টি ও তুষারপাত চলছে। আবহাওয়া দফতর ৪ মার্চ পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কতা জারি করেছে। সোমবারের জন্য কমলা এবং মঙ্গলবারের জন্য হলুদ সতর্কতা রয়েছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা গড়ে ০.৬ ডিগ্রি হ্রাস পেয়েছে। কেলংয়ে সর্বনিম্ন -১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতর আগামী দু’দিন ঠান্ডা বজায় থাকার পূর্বাভাস দিয়েছে।
তুষারধসের কারণে লাহৌল-স্পিতির জোবরাং গ্রামের কাছে চিনাব নদীর প্রবাহ বন্ধ হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেতুর ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। এছাড়া চম্বার পাঙ্গি উপত্যকায় তুষারপাতের কারণে যোগাযোগ ব্যাহত হয়েছে। প্রশাসন এক গুরুতর অবস্থার রোগীকে এয়ারলিফ্ট করে মানালি পাঠিয়েছে। জরুরি পরিষেবা স্বাভাবিক করতে কাজ চলছে।