এক সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়| আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল| হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় তাঁর চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও মুখে ছিল হাসি|
আচমকা ৱুকে ব্যথা নিয়ে ১৫ জুন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী সন্ধ্যা রায়| বেশ কিছুদিন আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন অভিনেত্রী| তাঁর চিকিত্সার জন্য ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছিল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ| ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট কিছুটা সন্তোষজনক হওয়ায় অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা|
খুব অল্প বয়সে রুপোলি পর্দার জগতে পা রেখেছিলেন সন্ধ্যা রায়| কাজ করেছেন সত্যজিত্ রায়, তরুণ মজুমদারের মতো পরিচালকের সঙ্গেও| বাবা তারকনাথ, দাদার কীর্তি, তিন অধ্যায়, অশনি সংকেত, ঠগিনী, আলোর পিপাসার মতো কালজয়ী ছবি রয়েছে সন্ধ্যা রায়ের|
