তিরুবনন্তপুরম : ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড় পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| ৩০ জুলাই ভোর-রাতে পরপর ভূমিধসের জেরে ওয়েনাড়ে প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন শতাধিক| আহত গণনাতীত| প্রাকৃতিক বিপর্যয়ের দিন থেকে সেখানে সমানে চলেছে উদ্ধারকাজ ও চিকিৎসা| ওয়েনাড়ের জনজীবন স্বাভাবিক করতে নানারকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন| পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, শনিবার, ওয়েনাড়ে পৌঁছন প্রধানমন্ত্রী| বেলা ১১টা নাগাদ কান্নুরে পৌঁছন তিনি| আকাশপথে নরেন্দ্র মোদি প্রত্যক্ষ করেন ভূমিধসের তাণ্ডব| দৃশ্যত ব্যথিত প্রধানমন্ত্রীর এলাকা পরিদর্শন ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে| আকাশপথে পরিদর্শন সেরে ওয়েনাড়ের হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গে দেখা করেন তিনি| দ্রুত আরোগ্য কামনা করেন| আহতদের পরিবারকে ভরসা দেন প্রধানমন্ত্রী| গোটা পরিস্থিতি স্বাভাবিক করার কাজ কতটা এগিয়েছে, তার খোঁজখবর করেন আধিকারিকদের কাছে| ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড়কে আগের রূপে ফিরিয়ে আনা এখন কার্যত অসম্ভব| তবু জনজীবন স্বাভাবিক করার প্রাথমিক চ্যালেঞ্জ নিয়েছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন| প্রধানমন্ত্রীর প্রথম পরিদর্শন সেক্ষেত্রে প্রশাসনকে যথেষ্ট চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে| নিজের লোকসভার অপ্রতিরোধ্য দুর্দশায় আগেই সংসদে আর্তি প্রকাশ করেছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি| কেন্দ্রের কাছে সাহায্যের আবেদন করতে দেখা গিয়েছিল তাঁকে| কেন্দ্রও তাঁর আবেদনে সাড়া দিয়ে বিপর্যয় মোকাবিলায় সচেষ্ট হয়| সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার| ধস সরিয়ে শুরু হয় এলাকাকে আগের চেহারা ফিরিয়ে দেওয়ার কাজও| সেইসব প্রশাসনিক উদ্যোগের হাল কোন পর্যায়ে পৌঁছেছে, তা বুঝে নেওয়ার উদ্দেশ্যে নরেন্দ্র মোদির ওয়েনাড়ে যাওয়া| সূত্রের খবর, আকাশপথে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে যেমন বিমর্ষ হয়েছেন প্রধানমন্ত্রী, তেমনই প্রশাসনিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন তিনি|
