৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যু, আরও প্রাণহানির আশঙ্কা

High News Digital Desk:

উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যু বহু মানুষের। রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠানের শেষে শুরু হয় বিশৃঙ্খলা। পুণ্যার্থীদের ঢল নেমেছিল ওই অনুষ্ঠানে। সেই বিপুল ভিড় একসময় বিপজ্জনক হয়ে ওঠে। পরিণামে পদপিষ্ট হয়ে প্রাণহানি হল বহু মানুষের। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল ওই এলাকায়। একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত করেছিল। কী কারণে হুড়োহুড়ি শুরু হয়, তা জানার চেষ্টা করছে পুলিশ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনার খোঁজখবর নিয়েছেন। তদন্ত কমিটি গঠন করেছে উত্তরপ্রদেশ সরকার। তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন আগরার অতিরিক্ত ডিজি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের ঘটনায় শোক প্রকাশ করেছেন। ২০২০ সালে এই হাথরাস গোটা দেশে আলোড়ন ফেলেছিল। এক তরুণীকে অত্যাচার করে খুনের ঘটনা ঘটেছিল সেখানে। মৃত তরুণীর দেহ পরিবারকে না জানিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার পর আবারও শিরোনামে উঠে এল হাথরাস।

Scroll to Top