ঝাড়খণ্ডের হাজারিবাগে রামনবমীর দ্বিতীয় মঙ্গল শোভাযাত্রার সময় জামা মসজিদ রোডে দুই পক্ষের মধ্যে পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
হাজারিবাগের এসপি অরবিন্দ কুমার সিং জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।