হাঁসফাঁস গরমে দিশাহারা অবস্থা শহর ও শহরতলির। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। শহর ও শহরতলিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দমদম, সল্টলেকে পারদ ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় গরমের অস্বস্তি জারি থাকবে। তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও কলকাতায় অস্বস্তিকর গরমে তাপপ্রবাহের মতো অনুভূতি হতে পারে।