হরিদেবপুরের রাস্তায় বোমা উদ্ধার:
কলকাতায় ছড়াল বোমাতঙ্ক। হরিদেবপুরে সন্দেহজনক বস্তু ঘিরে ছড়াল আতঙ্ক। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে জলের বালতিতে রেখেছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। কিছুদিন আগেও হরিদেবপুর এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছিল। রবিবার সকালে পুরসভার ভ্যাটে ময়লা ফেলতে এসেছিলেন পৌরসভার কর্মীরা। সেই সময় সন্দেহজনক বস্তু দেখতে পান তাঁরা। পৌরকর্মীদের বক্তব্য, ওই বস্তুটিকে বোমার মতো দেখতে। তার ভিতর থেকে বেরিয়ে রয়েছে দু’টি সঙ্গে সঙ্গে হরিদেবপুর থানায় খবর যায়। পুলিশ এসে বোমা উদ্ধার করে জলের বালতি রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। তারা এসে খতিয়ে দেখবে উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তুটি কি আদৌ বিস্ফোরক না কি অন্য় কিছু। পরপর একই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।