শনিবার দিনভর উত্তপ্ত রইল নিউ মার্কেট এলাকা| এমনকি, পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হওয়ার বদলে আরও জটিল হয় পরিস্থিতি| বেলা সামান্য গড়াতেই এদিন ঘটনার সূত্রপাত| শ্রীরাম আর্কেডের ব্যবসায়ীদের অভিযোগ, নিউ মার্কেটের হকারদের একাংশ পার্কিং নিয়ে ঝামেলা বাধায়| সেখানে রাখা গাড়িগুলি সরিয়ে দেওয়ার জন্য জোর করতে থাকে তারা| বাধা দিলে, শ্রীরাম আর্কেডের সম্পাদকের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ| দেওয়া হয় প্রাণনাশের হুমকিও| এমনকি, এক মহিলাকে নিগ্রহ করার অভিযোগও উঠেছে নিউ মার্কেটের হকারদের বিরুদ্ধে| ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ করেন শ্রীরাম আর্কেডের ব্যবসায়ীরা| ফলে ওবেরয় গ্র্যান্ডের সামনে দুদিকের রাস্তা মিনিট ৪০ অবরুদ্ধ হয়ে পড়ে| স্তব্ধ থাকে যান চলাচল| এর জেরে ধর্মতলা জুড়ে তৈরি হয় ব্যাপক যানজট| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ| কিন্তু তাতে হিতে বিপরীত হয়| বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ| শ্রীরাম আর্কেডের ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ তাঁদের শারীরিক ভাবে আঘাত করেছে, হুমকিও দিয়েছে| অবরোধ তলে নিতে বাধ্য হলেও, এরপর নিউ মার্কেট থানা ঘেরাও করেন অভিযোগকারী ব্যবসায়ীরা| ঘণ্টার পর ঘণ্টা ঘেরাওয়ের জেরে তৈরি হয় বিশৃঙ্খলা| ছড়ায় উত্তেজনা| এরপর থানার সামনের রাস্তায় ফের একপ্রস্থ অবরোধে সামিল হন ক্ষুব্ধ ব্যবসায়ীরা| অবশেষে নিউ মার্কেট থানার পুলিশ আশ্বাস দেয়, শ্রীরাম আর্কেডের ব্যবসায়ী ও নিউ মার্কেটের হকারদের মধ্যে অশান্তির মীমাংসায় সচেষ্ট হবে তারা| শারীরিক নিগ্রহের ঘটনায় কেউ জড়িত হলে, শাস্তির প্রতিশ্রুতিও দেয় পুলিশ| এরপর ঘেরাও তলে নেন শ্রীরাম আর্কেডের ব্যবসায়ীরা| তবে এলাকা থমথমে| যেকোনও মুহূর্তে আবারও ছড়াতে পারে অশান্তি|
