৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

স্বীকৃত টি-২০ তে ৬০০ ছক্কার কীর্তি গড়লেন নিকোলাস পুরান

High News Digital Desk:

আইপিএলে সোমবার রাতে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। ৫৯৯ ছক্কা নিয়ে ম্যাচটি খেলতে নামেন তিনি। ৩৫৯ ইনিংসে তাঁর ছক্কা এখন ৬০৬টি। এর ফলে চতুর্থ ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-২০ তে ৬০০ ছক্কা মারার কীর্তি গড়েছেন পুরান। আগের ৩ জন হলেন তাঁরই দেশের ক্রিকেটার ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল।

৪৫৫ ইনিংসে এক হাজার ৫৬ ছক্কা নিয়ে চূড়ায় আছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। ৬১৭ ইনিংসে ৯০৮ ছক্কা নিয়ে দুইয়ে কাইরন পোলার্ড আর

৪৬৬ ইনিংসে ৭৩৩ ছক্কা নিয়ে তিনে আছেন আন্দ্রে রাসেল। এই ৪ জনের পর ৪৯০ ইনিংসে ৫৫২ ছক্কা নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান আলেক্স হেলস। আইপিএলে ৭৭ ম্যাচে পুরানের ছক্কা হল ১৩৪টি। এবারের মেগা নিলামের আগে ২১ কোটি টাকাতে পুরানকে ধরে রেখেছে লখনউ সুপার জায়ান্টস।

Scroll to Top