স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা তুঙ্গে| করুণাময়ীতে শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি| আন্দোলনকারী চিকিৎসকদের দীর্ঘ মিছিল এগোতে শুরু করে| তাঁদের সমর্থন দিতে দেখা যায় সাধারণ মানুষকেও| মিছিলকারী চিকিৎসকরা সঙ্গে নিয়েছেন মস্তিষ্কের অনুকৃতি| তা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল| স্বাস্থ্য ভবনের শীর্ষস্থানীয়কে লক্ষ করে এ এক বিশেষ বার্তা, জানাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা| এর আগে, লালবাজার অভিযানে নগরপালের পদত্যাগ চেয়ে বিনীত গোয়েলেরই হাতে দাবিপত্র তুলে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা| সেসময় তাঁরা সঙ্গে নিয়েছিলেন মেরুদণ্ডের অনুকৃতি| তা-ও ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ|
মঙ্গলবার স্বাস্থ্য ভবনের কিছটা দূরে আটকে দেওয়া হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের| পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েছেন তাঁরা| তৈরি হয়েছে উত্তেজনা| বর্তমান এই পরিস্থিতি তৈরি হয়েছে সোমবারের ঘটনাক্রম থেকে| মঙ্গলবারের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির আগে সেদিনই সূচিত হয় প্রেক্ষাপট|
৫ দফা দাবি পূরণ না হলে, কর্মবিরতি প্রত্যাহার নয় – অবস্থানে অনড় থেকে জানিয়ে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা| তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা| হতাশা প্রকাশ করেছিলেন বিচার ব্যবস্থা নিয়েও| দেশের শীর্ষ আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সওয়ালের নামে মিথ্যাচার করেছেন| উঠেছিল অভিযোগ| রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা প্রধানত শিক্ষানবিশের| তাঁদের কর্মবিরতির জেরে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা অমূলক ও অসত্য| দাবি করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা| সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর কলকাতা পুলিশ, স্বাস্থ্য দফতর ও স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে তোপ দেগে সাংবাদিক বৈঠক করেন তাঁরা| মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরা মন্তব্যকে ধিক্কার জানান জুনিয়র ডাক্তাররা| মন্তব্য প্রত্যাহারের দাবি তোলেন| জানিয়ে দেন মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির কথা|