২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থানের দশম দিন, পুরো দমে চলছে অভয়া ক্লিনিক, উপকৃত বহু মানুষ

কলকাতা : জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যের চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে যে অভিযোগ, কিছটা হলেও তার বিপরীত ছবি খাস আন্দোলন স্থলেই! সেখানে প্রতিবাদ-স্লোগানের পাশাপাশি চলছে চিকিৎসা পরিষেবা| ধরনা মঞ্চের পাশেই তৈরি হয়েছে অভয়া ক্লিনিক| আন্দোলনের দশম দিনেও সেই অভয়া ক্লিনিকে দেখা গেল অসুস্থ মানুষের ভিড়|

আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর নারকীয় হত্যার প্রতিবাদে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা| আন্দোলনের একটা পর্যায়ে এসে, সাধারণ রাজ্যবাসীর কাছে নিহত নির্যাতিতার স্মরণেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হন তাঁরা| বিভিন্ন হাসপাতালে খোলা হয় অভয়া ক্লিনিক| স্বাস্থ্য ভবনের অদূরে আন্দোলনকারীদের অবরোধ-স্থলেও তা লক্ষ করা যায়|

সেক্টর ফাইভ বর্তমানে কার্যত অফিস-পাড়া| বহু মানুষের জীবিকায় সদাব্যস্ত এলাকা বলা যায়| এখানে কাজে এসে, এখন অনেকেই স্বাস্থ্য ভবন সংলগ্ন বিক্ষোভ-স্থলে ঢুঁ মারছেন| এছাড়া বিভিন্ন উপলক্ষে আশপাশের এলাকায় আসা লোকজনও পৌঁছে যাচ্ছেন অভয়া ক্লিনিকে| শারীরিক নানবিধ জটিলতা পরীক্ষা করিয়ে নিচ্ছেন তাঁরা| পাচ্ছেন চিকিৎসদের পরামর্শ| আর মিলছে ওষুধ, যার জন্য কোনও অর্থই খরচ করতে হচ্ছে না| এমন উদ্যোগে যথেষ্ট উপকৃত হচ্ছেন, জানাচ্ছেন রোগীরা|

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন ও সহযোগিতা করতে দেখা গিয়েছে রাজ্যের বহু মানুষকে| আবার জুনিয়র-সিনিয়র মিলিয়ে চিকিৎসকরাও অভয়া ক্লিনিকের মাধ্যমে পাশে দাঁড়াচ্ছেন কতশত মানুষের! এই পারস্পরিক ভরসাও এমন এক আন্দোলনের বড় পাওনা, সন্দেহ নেই|

Scroll to Top