গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া| হাসপাতালে ভর্তি তিনি| শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়| তাঁর চিকিত্সার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে|
২২ সেপ্টেম্বর অর্থাত্ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার| তিনি জানান, খালেদা জিয়ার চিকিত্সায় চিকিত্সকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও পরামর্শ অনুযায়ী কেবিন থেকে তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে| এর আগে, ১৭ সেপ্টেম্বর রাত দেড়টায় কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয় খালেদা জিয়াকে| পরে আবার কেবিনে নেওয়া হয় তাকে| তবে ফের একবার শুক্রবার তাকে সিসিইউতে নেওয়া হলো| প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, মধুমেহ, কিডনি, লিভার ও হৃপিন্ডের সমস্যা নিয়ে ভুগছেন খালেদা জিয়া| ২০২১ সালে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় নানা শারীরিক অসুস্থতার কারণে| দুর্নীতি মামলায় ২০১৮ সালেই দোষী সাব্যস্ত করা হয় খালেদা জিয়াকে| ১০বছরের সাজা দেওয়া হয় তাকে| জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও ৭ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে|