১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

স্বাবলম্বী, স্বাধীন ও সশক্ত নারী শক্তিতেই বিকশিত ভারত গড়ে উঠতে পারে : রাষ্ট্রপতি

High News Digital Desk:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার নতুন দিল্লিতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক আয়োজিত ‘নারী শক্তি থেকে বিকশিত ভারত’ থিমের ওপর একটি জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি উন্নত পরিবেশ প্রয়োজন। তিনি বলেন, চাপ অথবা ভয় ছাড়াই তাদের জীবন সম্পর্কে স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়া উচিত।

রাষ্ট্রপতি আরও বলেছেন, স্বাবলম্বী, স্বাধীন ও সশক্ত নারী শক্তিতেই বিকশিত ভারত গড়ে উঠতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “আমাদের মেয়েরা যাতে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে সম্পূর্ণ অবদান রাখতে পারে, তাই তাঁদের এগিয়ে যাওয়ার জন্য একটি ভাল পরিবেশ প্রদান করা প্রয়োজ

Scroll to Top