২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

স্বপ্ন নয়, বাস্তব করে দেখাই, চন্দ্রভাগা সেতুর ভিডিও শেয়ার বৈষ্ণবের

High News Digital Desk:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জম্মু ও কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপর নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে আর্চ ব্রিজের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় এদিন এই সেতুর ভিডিও শেয়ার করে লিখেছেন, “স্বপ্ন নয়, বাস্তব করে দেখাই।”

উল্লেখ্য, চন্দ্রভাগা নদী থেকে ৩৫৯ মিটার উঁচুতে নির্মিত বিশ্বের উচ্চতম এই খিলান রেল সেতু এক স্থাপত্য বিস্ময়। ১,৩১৫ মিটার দীর্ঘ ইস্পাতের তৈরি এই চন্দ্রভাগা সেতু, ভূমিকম্প ও বাতাসের চাপ সহ্য করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। এর ফলে, জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ আরও সহজ হবে। বন্দে ভারত ট্রেনের সাহায্যে মাত্র ৩ ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর যাতায়াত করা সম্ভব হবে, এতে বর্তমানের থেকে ২-৩ ঘণ্টা সময় বাঁচবে।

Scroll to Top