স্থিতিশীল আছেন জ্যোতিপ্রিয় মল্লিক:
জ্যোতিপ্রিয় মল্লিকের এমআরআই করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তেমনই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে কেবিনে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। রবিবার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান ইডির তদন্তকারী অফিসার। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার সকালে জোকা ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষানিরীক্ষার পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাঁকে ১০ দিন ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তা শুনেই জ্ঞান হারিয়ে এজলাসে পড়ে যান মন্ত্রী। আইনজীবীদের আবেদনে সাড়া দিয়ে বিচারক জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি দেন। শনিবার থেকে অবস্থা ধীরে ধীরে জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল হতে থাকেন। তাঁর মস্তিষ্ক ও সার্ভাইক্যাল স্পাইনে এমআরআই করা হয়। রবিবার সেই রিপোর্টে দেখা যায়, সার্ভাইক্যাল স্পাইনে সামান্য সমস্যা রয়েছে। তবে অন্যান্য প্যারামিটার স্বাভাবিক। শরীরের বাঁ দিক কিছুটা দুর্বল। সূত্রের খবর, সোমবার দুপুর তিনটে নাগাদ মন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট নিয়ে আলোচনায় বসতে পারেন চিকিৎসকরা। শিগগিরই তাঁকে ছাড়া হতে পারে হাসপাতাল থেকে। এদিন মন্ত্রীকে দেখতে হাসপাতালে যান ইডির তদন্তকারী আধিকারিক। রবিবারই তাঁর হোল্টার মনিটারিং শেষ হয়েছে। তাঁর মেডিক্যাল বোর্ডে যুক্ত হয়েছেন নিউরোসাইকিয়াট্রিস্ট, স্পাইন সার্জেনও। সাধারণ ডায়াবেটিক খাদ্য দেওয়া হচ্ছে তাঁকে। আজ সোমবার তাঁকে ছেড়ে দেওয়া যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। শুধুমাত্র হাইপার টেনশন আর ডায়াবেটিস ছাড়া আর কোনও কিছুই উদ্বেগের বিষয় নেই বলেই খবর হাসপাতাল সূত্রে। ডায়াবেটিসের জন্য যে নিয়মিত ওষুধ জ্যোতিপ্রিয় মল্লিকের চলে সেই ওষুধই এখন দেওয়া হচ্ছে তাঁকে। রেশন বন্টন দুর্নীতি মামলায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি । ইতিমধ্যে মন্ত্রী ও ববাকিবুর রহমানের ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে, তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেখান থেকেও নানারকম তথ্য হাতে এসেছে ইডির ইডির পরিকল্পনা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে মুখোমুখি বসিয়ে জেরা করার। তবে মন্ত্রীর শরীর খারাপ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।