৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

স্কুল নাকি মরণফাঁদ!

High News Digital Desk:

প্রাণের ঝুঁকি নিয়ে লেখাপড়া চলছে বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে| স্কুল থেকে বাড়ি না ফেরা পর‌্যন্ত দুশ্চিন্তায় থাাকেন অভিভাবকরা – পাছে কোনও বিপদ হয়|
আধো আধো গলায় কখনও তারস্বরে উচ্চারিত হচ্ছে স্বরবর্ণ, আবার কখনও নামতা| উত্তর ২৪ পরগনার প্রান্তিক শহর বসিরহাটের হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে গেলে এই দৃশ্যই নজরে আসবে আপনার| স্কুলের বেহাল দশা ভাবিয়ে তলছে সবাইকে| ক্লাসরুমের ছাদ ফুঁড়ে উঁকি মারছে সূর‌্য| বৃষ্টির জল পড়ে ভিজে যায় বইখাতা| দেওয়ালের অবস্থাও তথৈবচ| খসে পড়ছে চাঙড়| তাই ছাতা মাথায় চলছে লেখাপড়া| স্কুলের দুরবস্থার কথা বারবার ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানালেও কোনও সুরাহা হয়নি| মিলেছে শুধুই শুকনো প্রতিশ্রুতি| জানালেন প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল|
স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত হতে পারেন না অভিভাবকরা| তাঁদের কথায়, লেখাপড়া শিকেয় উঠলে, উঠক| মেরামতি না হওয়া পর‌্যন্ত বাচ্চাদের স্কুলে পাঠাব না|
ক্লাসরুমের ছাদ না সারালে, আর স্কুলে আসব না, সটান জবাব পড়ুয়াদেরও|
সর্বশিক্ষা অভিযান, কন্যাশ্রী এখন বিশ্বশ্রী| ফলাও করে রাজ্য সরকার বিজ্ঞাপন দিচ্ছে| অথচ শিক্ষালয়ের এই বেহাল অবস্থার দিকে নূ্যনতম নজর নেই| এ যে কেবল বিক্ষিপ্ত উদাহরণ, তা একেবারেই নয়| রাজ্যের প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি বহু ক্ষেত্রেই নানারকম উদাসীনতার শিকার| এভাবে চলতে থাকলে, অচিরে ভেঙে পড়বে শিক্ষাব্যবস্থা, সচেতন নাগরিক মাত্রই তা ৱুঝছেন|

Scroll to Top