৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

স্কুলে ছাত্রীকে গণধর্ষণ তিন শিক্ষকের! তামিলনাড়ুতে ধৃত অভিযুক্তরা

High News Digital Desk:

বছর ১৩-র এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তামিলনাড়ুর কৃষ্ণাগিরি জেলায়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ শিক্ষক, সবাইকে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে। কৃষ্ণাগিরির কালেক্টর সি দীনেশ কুমার বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, কৃষ্ণাগিরি জেলার একটি সরকারি স্কুলে ১৩ বছরের ছাত্রীকে শারীরিক নিগ্রহে অভিযুক্ত ৩ শিক্ষক। অভিযুক্ত ৩ শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে এবং পকসো আইনে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের ১৫-দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

প্রায় মাসখানেক ধরেই স্কুলে আসছিল না ওই ছাত্রী। কেন আসছে না তার কারণ খোঁজার চেষ্টা করেন স্কুলের প্রধান শিক্ষক। ছাত্রীর বাড়িতেও খবর পাঠানো হয়। তখনই তিনি জানতে পারেন ঘটনাটি। ছাত্রীর মা প্রধান শিক্ষককে গোটা ঘটনার কথা জানান। তার পরই প্রধান শিক্ষক ছাত্রীর মাকে তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। জেলা শিশু সুরক্ষা দফতরেও একটি অভিযোগ জানান ছাত্রীর মা।

ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুলে গিয়ে অভিভাবকেরা বিক্ষোভ দেখান বুধবার। অভিযুক্ত শিক্ষকদের কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত ৩ শিক্ষককে।

Scroll to Top