৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সৌদি লিগে রোনাল্ডোর প্রতিপক্ষ নেমার, ব্রাজিলীয় তারকা যোগ দিলেন আল হিলালে

High News Digital Desk:

সৌদি লিগে রোনাল্ডোর প্রতিপক্ষ নেমার, ব্রাজিলীয় তারকা যোগ দিলেন আল হিলালে :

সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন নেমার জুনিয়র। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। মোট চুক্তির অঙ্ক ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় ২৫০০ কোটি টাকা। মঙ্গলবার আল হিলাল কর্তৃপক্ষ সরকারি ভাবে নেমারের যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

কথা বার্তা চূড়ান্ত হওয়ার পর সোমবারই প্যারিস থেকে সৌদি আরবে চলে এসেছিলেন নেমার। সে দিনই তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়। মঙ্গলবার আল হিলালের চুক্তিকে সই করেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। সূত্রের খবর, প্যারিস সঁ জরমঁ ট্রান্সফার ফি বাবদ ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় ৯১০ কোটি টাকা পাবে। নেমারকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিও। তিনি বলেছেন, ‘‘নেমার সব সময় আমাদের ক্লাবে কিংবদন্তি হিসাবে গণ্য হবেন। ছ’বছর আগে যে দিন প্রথম নেমার পিএসজিতে এসেছিলেন, সেই দিনটি কখনও ভুলব না। আমাদের ক্লাবে তাঁর আবদানের কথাও ভোলা সম্ভব নয়।’’

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর প্রথম সারির একাধিক ফুটবলার যোগ দিয়েছেন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে। এ বার সেই দলে নাম লেখালেন নেমার। প্যারিস সঁ জরমঁর সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও মাঝ পথেই আল হিলালে যোগ দিলেন তিনি। চোট সারিয়ে কিছু দিন আগে মাঠে ফিরেছেন নেমার। যদিও ভাইরাল সংক্রমণ হওয়ায় রবিবার পিএসজির হয়ে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে পারেনি। সংক্রমণের জন্য প্যারিসে শেষ কয়েক দিন একা অনুশীলন করেন।

লিয়োনেল মেসি পিএসজি ছাড়ার পর থেকে শোনা যাচ্ছিল নেমারও ক্লাব ছাড়তে পারেন। তিনি চেয়েছিলেন পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে। স্পেনের ক্লাবটির কর্তৃপক্ষের সঙ্গে নেমার যোগাযোগও করেছিলেন। সূত্রের খবর, মেসিকে ফেরাতে বার্সেলোনা কর্তৃপক্ষ যতটা আগ্রহী ছিলেন, নেমারের ক্ষেত্রে ততটা ছিলেন না। পরে বিশাল আর্থিক প্রস্তাব নিয়ে যোগাযোগ করেন আল হিলাল কর্তৃপক্ষ। তাঁরা আগে মেসিকেও প্রস্তাব দিয়েছিলেন। উল্লেখ্য, রোনাল্ডোর আল নাসেরের প্রধান প্রতিপক্ষ ক্লাব হিসাবে পরিচিত নেমারের আল হিলাল।

ছ’বছর আগে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেমার। একই বছরে মোনাকো থেকে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপেও। পিএসজির হয়ে ১৭৩টি ম্যাচে ১১৮টি গোল করেছেন নেমার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৭৭টি গোল।

 

Scroll to Top