সৌদি প্রো লিগে : আল ইত্তিহাদে যোগ কন্তের,
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমার পর এবার কন্তে সৌদি প্রো লিগে খেলতে চলেছেন । সবার প্রথম রোনাল্ডো সৌদির ক্লাব আল নাসেরের হয়ে খেলতে যোগ দিয়েছিলেন। এরপর বেঞ্জেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে কিছুদিন আগেই আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। সৌদির ক্লাবটি নিজেদের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করে নিশ্চিত করেছে কন্তের আল ইত্তিহাদে যোগ দেওয়ার খবরটি। চেলসির হয়ে কন্তে চ্যাম্পিয়ন্স লিগ, শিরোপা এবং ইউরোপা লিগ জিতেছেন।









