৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

সোসিয়েদাদের বিরুদ্ধে ড্র করে নকআউটের যাত্রা শুরু করল ম্যানইউ

High News Digital Desk:

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেডসো সিয়েদাদের বিপক্ষে। ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়েও কোনও দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ৫৭ মিনিটে প্রথম গোল করে রেড ডেভিলরা। জিরকজি পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে লিড এনে। তবে গোল খাওয়ার পরই যেন জ্বলে ওঠে রিয়াল সোসিয়েদাদ। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় জিরকজি।

এর পরেই গোলের জন্য মরিয়া হয়ে আরো আক্রমণে যায় স্বাগতিকরা। এর মাঝে রেড ডেভিলরাও আক্রমণ চালায়। কিন্তু কারও প্রচেষ্টাই সফল হয়নি। এর ফলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে। সোসিয়েদাদের বিপক্ষে এই কষ্টার্জিত ড্রয়ে নকআউটের যাত্রা শুরু করল ম্যানইউ।

Scroll to Top