কঠোর নিরাপত্তার মধ্যে ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষা শুরু হল| এবার মাধ্যমিকে ৯ লক্ষ ৮৪ হাজার ৯৫৩ জন পরীক্ষা দিচ্ছে| এর মধ্যে ছাত্রী ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন, ছাত্র ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন| সোমবার শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে| মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট থাকবে না| পরীক্ষা চলাকালীন যদি পাওয়া যায় তা হলে তার পরীক্ষা বাতিল হবে| গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল| পরীক্ষার্থীদের চেকিং শিক্ষকরাই করবেন| পরীক্ষা শুরু হওয়ার আগে শেষবার ঘোষণা করে জানিয়ে দেবেন, যদি তাদের কাছে ইলেকট্রনিক গেজেট থাকে তা হলে যেন জমা দিয়ে দেয়| পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দিন সকাল সাড়ে নটা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে| ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে|
এদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারের তরফে বিশেষ বাস পরিষেবাও চালু করা হয়েছে| মাধ্যমিক পরীক্ষার প্রতিদিন অর্থাত্ ১০, ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়েছে| বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড লাগানো থাকবে| তবে বাকি যাত্রীরাও উঠতে পারবেন এই বাসে| সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে, দুপুরেও পরীক্ষা শেষের পর, ২টো ১৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে| বিভিন্ন রুট, যেমন দক্ষিণেশ্বর, এসপ্ল্যানেড, কুঁদঘাট, বেহালা, হাওড়া, গড়িয়া সহ একাধিক বাস চলবে| পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে| পরীক্ষার্থীরা যে কোনও সমস্যায় পড়লেই এই নম্বরে ফোন করতে পারেন| ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে|
এই হেল্পলাইন নম্বরগুলি হল- ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭| কলকাতা পুলিশেরও হেল্পলাইন নম্বর রয়েছে| এটি হল ৯৪৩২৬১০০৩৯|