পূর্বাভাস মতোই শনিবারও তুষারপাত হল জম্মু ও কাশ্মীরে। শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে তুষারপাত হয়েছে। পাহাড় ঢেকে গিয়েছে সাদা বরফে। সোনমার্গে নতুন করে তুষারপাতের ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সুরক্ষার কারণে সোনমার্গ-জোজিলা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
জোজিলা পাসে ভারী তুষারপাতের ফলে ভ্রমণ অনিরাপদ হয়ে পড়েছে। ট্র্যাফিক কর্তৃপক্ষ ভ্রমণকারীদের যাত্রা শুরুর আগে রাস্তার অবস্থা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। জম্মু ও কাশ্মীরের সমতলে এদিন সকালে বৃষ্টিও হয়েছে।