রাজধানীতে ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সোদপুরের কুমারী তনিমা দাস একজন। ২৩ থেকে ২৭ জানুয়ারি কুমারী তনিমা দাসের দিল্লিতে যাতায়াত ও থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার নেবে কেন্দ্রীয় সরকার।
তিনি জানান, সরকারি আমন্ত্রণপত্র হাতে পাওয়া আমার কাছে আনন্দদায়ক অভিজ্ঞতা। আমার বাবা চিঠিটি প্রথমে পড়েন। এই অনুষ্ঠানে যাওয়ার জন্য নির্বাচিত হওয়ায় আমি গর্বিত।
জাতীয় অনুষ্ঠানগুলিতে জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্র থেকে আসা ১০ হাজার জন বিশেষ অতিথিকে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থেকে দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এই সমস্ত ব্যক্তিদের স্বর্ণিম ভারতের নির্মাতা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী সহ নানা ক্ষেত্রে সফল মানুষেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছেন।










