২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ দিবস স্মরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

High News Digital Desk:

নিরাপদে গাড়ি চালান, জীবন বাঁচান— এই বার্তা ছড়িয়ে দিতে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার তিনি লিখেছেন, “আজ আমরা ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ দিবস পালন করছি। সড়ক নিরাপত্তা সম্পর্কে এটি সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল ড্রাইভিং অভ্যাস প্রচার এবং সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে শুরু করা একটি উদ্যোগ।

আসুন আমরা দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর, ট্রাফিক নিয়ম মেনে চলার এবং সকলের জন্য আমাদের সড়ক নিরাপদ রাখার অঙ্গীকার করি।”

প্রসঙ্গত, দুর্ঘটনা ঠেকাতে ২০১৬ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। সেই সূত্রে দুর্ঘটনার সংখ্যাও কমেছে বলে দাবি পুলিশের। পথ দুর্ঘটনার সংখ্যা আরও কমাতে সম্প্রতি অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।

এবার রবীন্দ্র জয়ন্তীর দিনে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে কলকাতার ৩০টি বাসের সামনে লাগানো হয় বিশেষ একটি আয়না। পুলিশের দাবি, এই আয়নার সাহায্যে বাসের সামনের চাকার অংশও দেখতে পাবেন চালক। যার সাহায্যে দুর্ঘটনার সংখ্যা আরও কমবে।

Scroll to Top