- সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন শুবমান গিল?
অসুস্থতার জন্য চলতি ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই তরুণ ব্যাটার। বৃহস্পতিবার তিনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনও করেন। নেটে প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন শুবমান। তাঁকে সাহায্য করেন থ্রোডাউন স্পেশালিস্টরা। আলাদা অনুশীলন করবেন বলেই দলের সবার সঙ্গে না এসে একাই আমেদাবাদে পৌঁছে যান শুবমান। তিনি বৃহস্পতিবার ব্যাটিং অনুশীলনের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনও করেন। তাঁকে দৌড়তেও দেখা যায়। শুবমানকে অনুশীলনে সাহায্য করবেন বলেই বুধবার দিল্লি থেকে আমেদাবাদে পৌঁছে যান বাঁ হাতি থ্রোডাউন স্পেশালিস্ট নুয়ান সেনেবীরত্নে। তিনি বৃহস্পতিবার শুবমানকে ব্যাটিং অনুশীলনে সাহায্য করেন। শুবমানের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন ভারতীয় দলের চিকিৎসক রিজওয়ান। শুবমানের অসুস্থতা সত্ত্বেও অবশ্য ভারতীয় দলের সমস্যা হয়নি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকেও সহজেই হারিয়ে দিয়েছে ভারত। শুবমানের পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করছেন ঈশান কিষান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও, আফগানিস্তানের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন ঈশান। ফলে তাঁকে বাদ দেওয়া হবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া চিকিৎসকদের মতে, কেউ ডেঙ্গু আক্রান্ত হলে সম্পূর্ণ সুস্থ হতে ১০ থেকে ১৫ দিন লেগে যায়। ভারত-পাকিস্তান ম্যাচের ধকল নেওয়া সহজ নয়। সেই কারণেই শনিবার শুবমানের খেলার সম্ভাবনা কম।