নয়াদিল্লি : আরজি কর হাসপাতাল কাণ্ডে সুপ্রিম কোর্টে সুয়োমোটো মামলার শুনানি চলল মঙ্গলবার| সওয়াল-জবাবে উঠে এলো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সোমবারের বৈঠক প্রসঙ্গ| উভয়পক্ষের স্বাক্ষরিত মিনিটস বিষয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন জুনিয়র চিকিৎসকদের তরফে নবনিযুক্ত আইনজীবী ইন্দিরা জয়সিং| এবিষয়ে পরে বিশদে বলেন সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বল| আইনজীবী ইন্দিরা জয়সিং পশ্চিমবঙ্গের নিরাপত্তায় নিযুক্ত সেই সব কর্মীদের প্রসঙ্গও তুলে আনেন এদিন, যাঁরা আদৌ পুলিশ নন| নিরাপত্তা ব্যবস্থায় তাঁদের নিয়োগ বাতিল করার জন্যও আবেদন করেন আইনজীবী ইন্দিরা জয়সিং|
পশ্চিমবঙ্গ সরকারের আগস্টের বিতর্কিত রেগুলেশন নিয়েও আপত্তি ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে| মহিলাদের কাজের সময় সংক্রান্ত প্রবিধানটি ধোপে টিকল না কার্যত| সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বল ওই রেগুলেশনটি মুছে ফেলার তথা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে সম্মতও হন|
এছাড়া এদিন ধর্ষণ-খুনের মতো ঘটনার তদন্তে অ্যানোনিমাস পোর্টালের প্রস্তাবও দেন এক আইনজীবী| পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর পোর্টাল সিবিআইয়ের তদন্তকে ত্বরান্বিত করবে বলে সম্মত হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও| সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক অভিযোগ সংক্রান্ত অসুবিধার কথা অবশ্য তুলে ধরেন সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা| তবে তা মানতে রাজি হননি প্রধান বিচারপতি|
মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসে উইকিপিডিয়া প্রসঙ্গ| আরজি কর হাসপাতালের ঘটনা সম্পর্কে উইকিপিডিয়ায় নিহত নির্যাতিতার নামের উল্লেখ রয়েছে বলে জানান উপস্থিত আইনজীবী| এছাড়া সেখানে থাকা একটি এক্সাটারনাল লিংক বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি| ওই লিংকে বিদেশি জর্নালের একটি আর্টিকেলে নিহত নির্যাতিতার ছবিও রাখা হয়েছে বলে দাবি তাঁর| সেক্ষেত্রে নির্যাতিতার ছবি ও নাম মুছে ফেলার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়|






