মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুর অভিযোগ, সুনীতা উইলিয়ামসের নাম পরিবর্তন করেছেন মমতা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, “মুখ্যমন্ত্রী ভুল কথা বলছেন। তিনি সুনীতা উইলিয়ামসের পরিবর্তে সুনিতা চাওলার নাম নিয়েছেন, এটা আমাদের দেশের মেয়ের অপমান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুনীতা উইলিয়ামসের নাম পরিবর্তন করেছেন, এটা লজ্জাজনক।”
প্রসঙ্গত, এদিনই মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের ভারতরত্ন পাওয়া উচিত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সুনীতাদের উদ্দেশে অভিনন্দনবার্তা দিয়ে মমতা বলেন, ‘‘যে ভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন, সে বিষয়ে খোঁজখবর নিতাম।’’ কথায় কথায় মুখ্যমন্ত্রী এ-ও জানালেন, তিনি বর্তমানে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করছেন।
গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তাঁরা। কিন্তু তখনও কেউ ভাবেননি আট দিনের সফর শেষ হবে ন’মাসে! মহাকাশযানে ত্রুটি দেখা দেওয়ায় বার বার পিছোতে থাকে সুনীতাদের পৃথিবীতে ফেরার তারিখ। অবশেষে বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতারা পৃথিবীতে ফেরেন।









