৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সুদীপেই ভরসা উত্তর কলকাতার

High News Digital Desk:

১৮ তম লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় জয়ের ধ্বজা ওড়ালেন বর্ষীয়ান তণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়| তাঁর উপরই ভরসা রেখেছেন উত্তর কলকাতার বাসিন্দারা| ধরাশায়ী হয়েছেন দলবদলু বিজেপি প্রার্থী তাপস রায়|
১৮ তম লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার ফলের দিকে নজর ছিল গোটা রাজ্যের| কারণ এই কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ের একটা প্রেক্ষাপট তৈরী হয়েছিল একেবারে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে| সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়২ জনেই উত্তর কলকাতার বাসিন্দা| ২ জনেরই রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল কংগ্রেসের ছাত্র সংগঠন, ছাত্র পরিষদ থেকে| এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রদীপ ভট্টাচার‌্য| নির্বাচনী লড়াইয়ে তিনি সেভাবে কোনও ছাপই ফেলতে পারেননি| বর্ষীয়ান এই কংগ্রেস নেতাও ছাত্র পরিষদেই রাজনীতিতে হাত পাকান| সুদীপ ও তাপস দীর্ঘকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক ছিলেন| সব ঠিকঠাক চলছিল| চলতি বছরের গোড়ায় ছন্দপতন| হঠাত্ ইডির হানাকে ঘিরে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতাদের দূরত্ব বাড়তে শুরু করে| চলে ঠান্ডা লড়াই| ধীরে ধীরে তা চরমে ওঠে| এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাপস| যোগ দেন বিজেপিতে| তণমূলে থাকাকালীন বিজেপিকে বরাবর তলোধনা করেছেন তাপস রায়| শেষে কিনা সেই দলেই গেলেন তিনি? এই ঘটনা যেন উত্তর কলকাতার বাসিন্দাদের চক্ষুশূল হয়ে উঠেছিল| হয়ত সে-কারণেই তাঁকে হেরে যেতে হল| ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলের দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখব-

  • বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন ৩,৫১,৯১৪ (৪৭.৪৪) |
  • রায় ভোট পেয়েছেন ২,৯২,৬১৪ (৩৭.৭৮) |
  • ভট্টাচার‌্য ভোট পেয়েছেন ৯৩,৮৫২ (১২) |
  • ভোট হয় ৭ম তথা শেষ দফায়, ১ জুন
  • ভোট পড়ে ৬৩.৫৯  

উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল-

  • চৌরঙ্গী
  • এন্টালি
  • বেলেঘাটা
  • জোড়াসাঁকো
  • শ্যামপুকুর
  • মানিকতলা
  • কাশিপুর-বেলগাছিয়া

মোট ভোটার ১৪,৩৭,৯১২| সংখ্যালঘু ভোটার- ২১.০৩ | বর্তমানে এমনটাই জনবিন্যাস| অতীতে উত্তর কলকাতা ক্ষমতায় বহুবার হাত বদল হয়-

আরএসপি (১৯৫২-৫৭)
কংগ্রেস (১৯৫৭-৭৭)
জনতা পার্টি (১৯৭৭-৮০)
কংগ্রেস (১৯৮০-৯৮)
তণমূল (১৯৯৮-২০০৪)
সিপিআইএম(২০০৪-২০০৯)
তণমূল (২০০৯-২০২৪)

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস ছেড়ে তণমূলে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়| দীর্ঘকাল মিটিং, মিছিল, ধরনা- সবেতেই দেখা গিয়েছে দুজনকে একইপক্ষে, একসঙ্গে| জীবনের বাকি সময়টাও হয়ত এভাবেই পার হয়ে যেতে পারত| কিন্তু তার আগেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল| ২০২৪-এর লোকসভা ভোটে একে অপরের প্রতিপক্ষ হয়ে উঠলেন| পরিণামে পরাজিত তাপস রায়| উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ফের ক্ষমতাসীন সুদীপ বন্দ্যোপাধ্যায়| তাপস রায়ের কৃতিত্ব বলতে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নিজের ৱুথে তাঁকে ছাপিয়ে যাওয়া| ওই ৱুথে ৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী| চমকপ্রদ হলেও এই তথ্য তাপসের পক্ষে সান্ত্বনা বই আর কী!

Scroll to Top