৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সিনিয়র পেসারদের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ তার দুরন্ত ছন্দে রয়েছেন

High News Digital Desk:
  • সিনিয়র পেসারদের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ তার দুরন্ত ছন্দে রয়েছেন

যশপ্রীত বুমরা-মহম্মদ শামির অনুপস্থিতিতে যিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ়।  সিনিয়র পেসারদের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ তার দুরন্ত ছন্দে রয়েছেন। রবিবার সিরাজ দেখিয়ে দিয়েছেন কেন টিম ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা করেছেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট এমন একটি পিচে হচ্ছে, যেখানে সিমাররা বিশেষ সুবিধে পাচ্ছেন না। অথচ সেই পিচেই ২৯ বছরের তারকা মহম্মদ সিরাজ় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে নিজের পরিকল্পনাকে ভালো ভাবে কাজে লাগিয়ে ৬০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সিরাজ বলেছেন, ‘আমি আমার পরিকল্পনা সুন্দর ভাবে কার্যকর করেছি, বিশেষ করে যখন বল রিভার্স স্যুইং করতে শুরু করে। পিচে কিছু ছিল না, আমি স্টাম্প থেকে স্টাম্পে বল করার পরিকল্পনা করেছি। পাশাপাশি তাদের সহজে রান করতে না দেওয়া এবং পুরো বিষয়টাই সহজ রাখার পরিকল্পনা ছিল।’ সিরাজ তাঁর দ্বিতীয় পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব ভারতের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে দিয়েছেন। সিরাজ বলেছেন  যে, এমন আর্দ্র অবস্থায় বল করা সহজ ছিল না। সিরাজ বলেছেন, ‘সমতল ট্র্যাকে পাঁচ উইকেট নেওয়া সহজ নয়। কৃতিত্ব সোহম দেশাইকে দেব, যিনি আমার ফিটনেস নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ স্কোর ৩২ ওভারে ২ উইকেটে ৭৬ রান। জিততে ক্যারিবিয়ানদের আরও ২৮৯ রান দরকার। ভারতের চাই ৮ উইকেট।

Scroll to Top