৫ পৌষ ১৪৩২ রবিবার ২১ ডিসেম্বর ২০২৫
৫ পৌষ ১৪৩২ রবিবার ২১ ডিসেম্বর ২০২৫

সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়:

সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে না গিয়ে এদিন ইডির তলবে সাড়া দিতেই সিজিওতে পৌঁছান অভিষেক। স্কুলে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেই তলবে তিনি সাড়া দিলেন। ইডির ডাকে যে তিনি সাড়া দেবেন তা তিনি আগেই বলেছিলেন। সেই কথা তিনি রাখলেন।  সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে ইডি দফতরে পৌঁছন অভিষেক। গোটা অফিসে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। গাড়ি নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে ঢুকে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের চারদিকে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হয়েছে। কুণ্ডল ঘোষের চিঠিকে কেন্দ্র করে এই মামলায় প্রথম উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কুন্তলের অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআই জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে ইডি সূত্রে খবর, এদিন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।  ইডি সূত্রে খবর, ‘লিপ্স অ্যান্ড বাউন্ড’ নথি দিয়ে জানিয়েছে, তাঁদের সংস্থা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত। সুতরাং গোয়েন্দাদের প্রশ্ন থাকতে পারে কবে থেকে জলের ব্যবসা শুরু করেছে এই কোম্পানি? সেই জল কোথায় এবং কাদের কাছে যায়?‌ এই সংস্থা ব্যবসা করে বার্ষিক আয় কত, কোথাও ঋণ রয়েছে কি না, টাকার উৎসই বা কী? এসব প্রশ্ন উঠতে পারে। আজ এই সমস্ত তথ্য়ই অভিষেকের কাছ থেকে জানতে চাইতে পারেন ইডি অফিসাররা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করায় বিজেপির তীব্র সমালোচনা করেছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে লজ্জাজনকভাবে ইডিকে ব্যবহার অব্যাহত রেখেছে।

Scroll to Top