৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সাফল্যের শিখরে গৌতম গম্ভীর

High News Digital Desk:

অধিনায়ক হিসেবে কেকেআরকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন গৌতম গম্ভীর| তার নেতৃত্বেই ২ বার চ্যাম্পিয়ন হয় কলকাতা| ৫ বার দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন গৌতম গম্ভীর| আসন্ন আইপিএলে আবারও কেকেআর শিবিরে দেখা যাবে মেন্টরের ভূমিকায় গৌতম গম্ভীরকে| প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, আমি বিশেষ আবেগপ্রবণ নই| তবে এই অনুভূতিটা সত্যিই আলাদা| যেখান থেকে শুরু করেছিলাম, আবার সেখানেই ফিরছি| শুধু কেকেআরে নয়, আবার শহর কলকাতাতেও তো ফিরছি| খিদেটা আরও বেড়ে গেল| আমি ২৩, আমি কেকেআর| টিমের মালিক শাহরুখ খানও সাফল্যের খোঁজেই গম্ভীরকে ফিরিয়েছেন কেকেআরে, তা পরিষ্কার করে দিয়েছেন| গৌতম বরাবর কেকেআর টিমের অংশ ছিল| আমাদের ক্যাপ্টেন আবার ফিরছে টিমে অন্য অবতারে| মেন্টর হিসেবে| ওকে এতদিন আমরা মিস করেছি| এ বার আমরা সামনে তাকাতে চাই|

 

 

Scroll to Top