সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা, উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা ভর্তুকি:
লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।২০০ টাকা কমানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকেই সিলিন্ডারে এই ভর্তুকি লাগু হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। দেশবাসীর জন্য এটা প্রধানমন্ত্রীর রাখির উপহার বলে জানান তিনি। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট করেন।এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এখনও পর্যন্ত, গত ২ মাসে ইন্ডিয়া জোটের মাত্র ২টি বৈঠক আয়োজিত হয়েছে, আর আজ আমরা দেখতে পাচ্ছি যে এলপিজির দাম ২০০ টাকা কমেছে৷ এটাই হল ইন্ডিয়ার ক্ষমতা।’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখলেন, ‘এলপিজি সিলিন্ডারের দাম তো মোদিজি ১১০০/- টাকা থেকে কমিয়ে ৯০০/- টাকা করে দিলেন। ভারতবর্ষের ৩৩ কোটি গ্রাহক লাভবান হবেন। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা ৯ কোটি ৬০ লক্ষ গ্রাহক ৭০০ টাকায় সিলিন্ডার পাবেন, কারণ ওনারা আগে থেকেই ২০০ টাকা কমে পাচ্ছিলেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আরও ৭৫ লক্ষ গ্রাহকদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। তাই উক্ত প্রকল্পের মাধ্যমে লাভবান গ্রাহকদের সংখ্যা ১০ কোটি ৩৫ লক্ষ হয়ে যাবে।’ সিপিএম নেতা রবীন দেবের গলাতে শোনা যায়, ‘৪০০ টাকাটা ১১০০ টাকা করে এখন ২০০ টাকা ছাড় দেওয়ার মানেটা কী! এতদিন ধরে মানুষের পকেট কেটে এখন ২০০ টাকা ছাড় দিচ্ছে, সামনে নির্বাচন আছে, সেই বৈতরণী পার হওয়ার লক্ষে।’সাধারণের জন্য গ্যাসের সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি। উজ্জ্বলা প্রকল্পে আরও ২০০ টাকা ভর্তুকি কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্পে ৪০০ টাকা, সাধারণ রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি। ১ হাজার ১২৯ থেকে কমে রান্নার গ্যাসের দাম কমে হচ্ছে ৯২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দিয়ে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “রাখিবন্ধন সব পরিবারের কাছেই খুশির দিন। গ্য়াসের দাম কমার ফলে বোনেদের সমস্য়া কমবে, তাঁদের জীবনযাপন আরও সহজ হবে। আমার বোনেরা খুশি থাকুক, সুস্থ থাকুন, সুখী থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।”