কলকাতা : কলকাতায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, যা ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল আনন্দপুর এলাকায়। সকালে আনন্দপুর এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে আনন্দপুর থানার পুলিশ।
প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখতে পান আনন্দপুরের নোনাডাঙায় ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক মহিলার দেহ। খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে দেহটি। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মহিলার রক্তাক্ত দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে কেউ মৃতদেহ ফেলে গিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আরজি করের ঘটনার মধ্যেই কলকাতায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। এই আনন্দপুর এলাকাতেই ২৬ জুলাই উদ্ধার হয় আরিফ খান নামে এক প্রোমোটারের দেহ। এবার সেই আনন্দপুর অঞ্চলেই উদ্ধার হল মহিলার দেহ। এই ঘটনার পিছনে কারা, খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশ। কীভাবে মৃত্যু হল ওই মহিলার? পুলিশের অবশ্য দাবি, ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিত হবে পুলিশ। এলাকার নিরাপত্তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।







