২৪ বছর পর ওড়িশায় পালাবদল। বিজেডির রাজত্ব শেষ করে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহন চরণ মাঝি। শপথের পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করল ওড়িশার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ায় সম্মতি জানিয়েছেন। ১৩ জুন বৃহস্পতিবার থেকে খুলে যাচ্ছে পুরীর মন্দিরের চারটি দরজা। এবার থেকে ভক্তরা মন্দিরের চারটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন। এছাড়াও তৈরি করা হচ্ছে ৫০০ কোটির তহবিল।
নির্বাচনের আগে ওড়িশায় বিজেপির ইস্তেহারেও পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার কথা ছিল।
কোভিড কালে বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল, মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে বাকি দরজাগুলি এতদিন বন্ধ ছিল।
ভক্তদের সমস্যা মেটাতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন নতুন সরকারের সব মন্ত্রী উপস্থিত ছিলেন মন্দির চত্বরে।