২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

সস্ত্রীক তারাপীঠ মন্দিরে পুজো দিলেন ধনখড়, দেশের প্রগতি কামনা উপরাষ্ট্রপতির

High News Digital Desk:

সস্ত্রীক বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তারা মায়ের কাছে দেশের প্রগতি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়। শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার পানাগড় এয়ারফিল্ডে এসে পৌঁছন উপরাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী। তাঁদের স্বাগত জানান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নাম্বালাম এস এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী।

সেখান থেকে তারাপীঠ মন্দিরে যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়। যথোচিত ভক্তি ও ধর্মীয় মর্যাদায় তারা মায়ের পূজার্চনা করেন তাঁরা। উপরাষ্ট্রপতি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, পবিত্র তারাপীঠ মন্দিরে মা তারার ঐশ্বরিক দর্শনে মুগ্ধ। ভারতের অগ্রগতি, আমাদের সকল নাগরিকের মঙ্গল এবং সর্বজনীন আনন্দের জন্য প্রার্থনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই শক্তিপীঠে মা তারার অনন্ত কৃপা আমাকে অতুলনীয় আধ্যাত্মিক শক্তি এবং গভীর শ্রদ্ধায় পূর্ণ করেছে। এই পবিত্র স্থানটির পবিত্রতা সত্যিই আমাদের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে।

Scroll to Top