সল্টলেকের পড়ে ফের হাজরা মোড়ে চাকরীপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি :-
ফের একবার গর্জে উঠলেন গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা| বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘ বেশ কিছ সময় কেটে গেলেও তাঁদের বঞ্ছনার সুরাহা মিলছে না| সরকার তাদের কোনো কথা শুনছে না| সে কারণেই আজ তাঁরা যতীন দাস পার্কের কাছে বিক্ষোভ করেন| মূলত কালীঘাটের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন চাকরীপ্রার্থীরা| বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তলে দেয় পুলিশ| পুলিশের ধস্তাধস্তিতে কয়েকজন বিক্ষোভকারী অসুস্থ হয়ে পড়ে| রাস্তায় শুয়ে এক চাকরীপ্রার্থীকে চাকরির জন্য দেখা গেলো প্রার্থনা করতে| বারংবার একটাই স্লোগান সামনে এসেছে আমরা নিয়োগ চাই | চাকরিপ্রার্থীরা মূলত ইন্ডিয়া জোটকে সামনে রেখেছে| রাজ্য নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে| হাইকোর্টের নির্দেশে অযোগ্য চাকরিপ্রার্থীদের বাতিলের নির্দেশ এসেছে| বারংবার নতন করে নিয়োগের কথাও উঠেছে| কিন্তু কবে তা আদৌও ফলপ্রসু্য হবে তা নিয়ে উঠছে প্রশ্ন|









