- সর্বকালের অন্যতম সেরা বিরাট কোহলি ‘সুনীল গাভাসকর-শচীনকে ছাপিয়ে বিরাটই সর্বকালের সেরা!’ ভিভ রিচার্ডসের বড় মন্তব্য
ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে বিশাল শংসাপত্র দিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন বিস্ফোরক ব্যাটার ভিভ এর আগেও বিরাটের প্রশংসা করেছেন। এবার তাঁকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বলে দিলেন ভিভ। এবারের ওডিআই বিশ্বকাপে বিরাট যে পারফরম্যান্স দেখাচ্ছেন তার ভিত্তিতেই তাঁকে সর্বকালের অন্যতম সেরা বলে উল্লেখ করেছেন ভিভ। তিনি নিজেকে বিরাটের অনুরাগী বলে উল্লেখ করেছেন। ভিভের প্রশংসা পাওয়া সহজ নয়। সেখানে এত বড় শংসাপত্র পেয়ে যাওয়ায় সেমি-ফাইনালের আগে বাড়তি অনুপ্রেরণা পেতে পারেন বিরাট। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রত্যেককে কৃতিত্ব দিচ্ছেন ভিভ। তিনি বলেছেন, ‘অনেক প্রতিভাবান ক্রিকেটারই খেলছে, কিন্তু বিরাট কোহলির চেয়ে কাউকেই এগিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আমি বিরাটের বড় অনুরাগী। আমি অনেকদিন ধরেই ওর অনুরাগী। ও কেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটার, সেটা দেখিয়ে দিচ্ছে। মহান সচিন তেন্ডুলকরের সঙ্গে একই সারিতে থাকবে বিরাট। এবারের বিশ্বকাপের আগে ওকে কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কেউ কেউ এটা বলারও স্পর্ধা দেখাচ্ছিল যে বিরাট শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিরাট প্রমাণ করে দিল যে ও সর্বকালের অন্যতম সেরা। ভারতীয় দলের কোচিং স্টাফ-সহ যারা বিরাটের পাশে ছিল তাদের সবাইকে কৃতিত্ব দিতে হবে। ওর ফর্ম নিয়ে অনেক কথা বলা হচ্ছিল। কিন্তু ও সেরা পারফরম্যান্স দেখাচ্ছে। ও খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে এরকম খেলা দেখাচ্ছে। অনেকে বলেন, ফর্ম সাময়িক। বিরাট প্রমাণ করে দিয়েছে, দক্ষতা চিরস্থায়ী। বিরাটের জন্য আমার খুব ভালো লাগছে। ওর খেলা দেখে মনে হচ্ছে মন দিয়ে ব্যাটিং করছে। ও ক্রিকেটের সম্পদ।’









