৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৫

সম্ভবত বুধবারই বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য

High News Digital Desk:

সম্ভবত বুধবারই বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য:

সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত বুধবারই বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য । সংক্রমণ কমেছে। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার মেডিক্যাল বোর্ডের আরও একটি বৈঠক হবে বলে জানিয়েছেন তাঁরা। গতকালই তিনি রাইলস টিউব ছাড়াই স্যুপ খেয়েছেন। ইতিমধ্যেই তাঁর অ্যান্টিবায়েটিকও বন্ধ করা হয়েছে। সোমবার বৈঠকে বসেন বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার দায়িত্বে থাকা ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছেড়ে দিলেও হোমকেয়ারে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের তরফে জানানো হয়, বুদ্ধবাবু খুব ভালো আছে। মাঝে মাঝে বিছানার পাশে দাঁড়াচ্ছেন তিনি। কেবিনের মধ্যেই শুনছেন রবীন্দ্রসংগীত। বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের দেবব্রত বিশ্বাসের গলায় “শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে” গানটি শোনানো হয় তাঁকে।এর আগেও যখন বুদ্ধবাবুকে ভর্তির করা হয়েছিল তখনও তিনি রবীন্দ্রসংঙ্গীত শুনেছিলেন। সবদিক থেকে চিকিত্সকরা চেষ্টা করছেন যতটা সম্ভব বুদ্ধবাবুকে ভালো রাখা যায়।

Scroll to Top