৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

সমর্থকদের মুখে হাসি ফোটালেন ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড বড় জয় ইস্টবেঙ্গলের ৫-১ ব্যবধানে জিতল

High News Digital Desk:
  • সমর্থকদের মুখে হাসি ফোটালেন ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড বড় জয় ইস্টবেঙ্গলের ৫-১ ব্যবধানে জিতল

কলকাতা লিগে শেষ ম্যাচে  ড্র করে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। চার বছর পর ঘরের মাঠে খেলতে নামল ইস্টবেঙ্গল। সমর্থকদের মুখে হাসি ফোটালেন লাল হলুদের তরুণ ব্রিগেড। পাঁচ গোল দিয়ে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। জোড়া গোল করেন আমন। প্রতিপক্ষ ইস্টার্ন রেলের কাছেও গোল হজম করে চিন্তায় থাকবে দলের রক্ষণ। এদিন ম্যাচ শুরুর আগে ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে যান নয়া কোচ কার্লোস কুয়াদ্রাত। পেপ টক দেন তরুণ খেলোয়াড়দের। ম্যাচে খেলতে নামা তরুণ ব্রিগেডের সঙ্গে কথা বলেন স্প্যানিশ কোচ। নতুন কোচের পেপ টকে উজ্জীবিত হয়ে মাঠে নেমে পড়েন লাল হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল লাল হলুদের। ২১ মিনিটে দীপ সাহার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই গোল করেন গুইতে ও আমন। ৩-০ এগিয়ে থেকে বিরতির পর খেলা শুরু করে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল করেন ইস্টার্ন রেলের দিব্যেন্দু। তবে দ্রুতই প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের। ৭৮ ও ৮৮ মিনিটে আরও দুটি গোল। শেষ অবধি ৫-১ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। জোড়া গোল সিকে অমনের। শেষ গোলটি করেন রাজিবুল মিস্ত্রি।

Scroll to Top