৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

সময় থাকতে পরামর্শ নিন, কব্জায় আনুন রিউমাটয়েড আর্থরাইটিস

High News Digital Desk:

হাড়ের সংযোগস্থলে ব্যথা অনুভব করেন? হাত, কব্জি, পায়ে যন্ত্রণা? সতর্ক হোন| এই রোগ রিউমাটয়েড আর্থরাইটিস হতে পারে| যাদের বয়স অল্প, এই ধরনের আর্থরাইটিস তাদের উপরও প্রভাব ফেলছে| রিউমাটয়েড আর্থরাইটিসে আক্রান্ত হলে রোগীর প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে| এই রোগে হাত, কব্জি, পায়ে যন্ত্রণা হতে থাকে| হতে পারে অন্যান্য শারীরিক সমস্যাও| রিউমাটয়েড আর্থরাইটিসে বেশি দিন ভগলে শরীরের ত্বক, চোখ, হৃদযন্ত্র, ফুসফুস ও রক্তনালির উপরেও প্রভাব ফেলতে পারে| কোন উপসর্গগুলি দেখলে ৱুঝবেন, আপনি এই রোগের শিকার?

১. মাঝেমাঝেই বিনা কারণে জ্বর এলে বা ভিতরে জ্বরজ্বর ভাব হলে এখনই সাবধান হোন|

২. গাঁটে গাঁটে যন্ত্রণা বাড়ে| সেই সঙ্গে হাড়ের সংযোগস্থল, যেখানে যন্ত্রণা হচ্ছে, তার চারপাশে ত্বকের রংও পাল্টে যায়|

৩. হাত ও পায়ের জোর কমে যেতে পারে|

৪. অতিরিক্ত ক্লান্তি অনুভব হয়, যা ফুসফুসের সমস্যা নাও হতে পারে| দীর্ঘ দিন ধরে ক্লান্তি , সঙ্গে ওজন কমে যাওয়া রিউমাটয়েড আর্থরাইটিসের ইঙ্গিত হতে পারে|

রিউমাটয়েড আর্থরাইটিস বেশির ভাগ সময়ই দুটি হাঁটুর উপর প্রভাব ফেলে| এই অসুখ রাতারাতি কমিয়ে ফেলা যায় না| কিন্তু তাড়াতাড়ি ধরা পড়লে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে সমস্যা| তাই আজই সতর্ক হোন| চিকিসত্কের পরামর্শ নিন|

Scroll to Top